হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জান্নাতি মহিলা উন্নয়ন সমিতির উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে করোনাকালীন ত্রাণ সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার নুনখাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হানবাদ ইউনিয়নের জান্নাতি মহিলা উন্নয়ন সমিতির উদ্যোগে এবং টুগেদার মেকিং এ্যান্ড ডিফারেন্স (টিএমএডি) জার্সি ইউ.কে এর অর্থায়নে করোনাকালে কর্মহীন হতদরিদ্র ১২০ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, সাবান, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নুনখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাবুল ইসলাম, জান্নাতি মহিলা উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক ফাতেমা বেগম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস সহায়ক শংকর চন্দ্র দাস, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, ইউপি সদস্য শাহাদৎ হোসেন, জান্নাতি মহিলা উন্নয়ন সমিতির ফিল্ড মনিটরিং অফিসার ওসমান গণি, ফিল্ড সুপার ভাইজার সুমন কুমার প্রমুখ।