বিপুল রায়- স্টাফ রির্পোটার কুড়িগ্রামঃ
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ জুয়া খেলা অবস্থায় ০৪ জনকে হাতেনাতে আটক করে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম।
পুলিশসুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানাধীন রায়গঞ্জ ইউনিয়নের গাটিরখামার এলাকায় জুয়া খেলা বসেছে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ০৪ জন জুয়ারীকে আটক করতে সক্ষম হয়েছে। পুলিশের হাতে আটককৃত ব্যক্তিরা হলেন সাদ্দাম হোসেন, আব্দুল খালেক, শামছুল হক, আব্দুল গফফার
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।