স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রাম জেলা পুলিশের নির্দেশনায় নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ নবীউল হাসানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে বুধবার সকাল ৮.১০ ঘটিকায় নাগেশ্বরী থানার সন্তোষ পুর ইউনিয়নের ধনী গাগলা হীরারকুটি গ্রামের এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ২ মহিলা সদস্যকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃতরা হচ্ছে মোছাঃ জেমি খাতুন ও মোছাঃ জয়গুন বেওয়া।এসময় তাদের বসত ঘরের টুইয়ের ভিতরে বিশেষ কায়দায় রাখা ১০০ বোতল ফেন্সীডিলও উদ্ধার করে পুলিশ। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ নবীউল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেপ্তারকৃতদের মাদক আইনে মামলা দায়ের পুর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলামের নির্দেশনায় কুড়িগ্রাম জেলাকে মাদক মুক্ত করার অংশ হিসাবে নাগেশ্বরী থানায় মাদক বিরোধী অভিযান চলছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।