নাগেশ্বরী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধান ক্ষেতথেকে যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। জানা গেছে রায়গঞ্জ ইউনিয়নের নেপারপুছি গ্রামে কে বা কাহারা ওই যুবককে শাষরোধে হত্যা করে ধান ক্ষেতে ফেলে রাখে। খবর পেয়ে নাগেশ্বরী থানার পুলিশ লাশটি উদ্ধার করেছে। মৃত মামুন (২২) আলেপের তেপথি এলাকার সাইফুরের পুত্র। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রওশন কবির ঘটনার সত্যতা স্বীকার করেন।