নাগেশ্বরী থেকে মোঃ মসলেম উদ্দিন#
কুড়িগ্রামের নাগেশ্বরীতে উজানের পাহাড়ী ঢলে বৃদ্ধি পেয়েছে দুধকুমর, ব্রহ্মপুত্র, গঙ্গাধর, ফুলকুমর, শংকোষসহ বিভিন্ন গীড়াই নদীর পানি। লোকালয়ে ঢুকে প্লাবিত করেছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী শুক্রবার রিপোর্ট লেখা পর্যন্ত ব্রহ্মপুত্রের ৩৫ সে.মি ও দুধকুমরের পানি বৃদ্ধি পেয়েছে ৩২ সে.মি। অব্যাহত পানি বৃদ্ধি পাচ্ছে এ দুই নদসহ অন্যান্য নদ-নদীগুলোতেও। এসব নদ-নদীর পানি দু’কুল ছাপিয়ে লোকালয়ে ঢুকে ইতোমধ্যে প্লাবিত করেছে কেদার ইউনিয়নের বালাবাড়ী, চর বিষ্ণুপুর, শামছুলেরচর, মন্ডলের চর, পুটিমারীরচর, ছালামের চর, পশ্চিমেরচর, বল্লভেরখাসের শিকদার পাড়া, কৃষ্ণপুর, কাটগিরিরচর, পাড়েরভিটা, বলরামপুর, কচাকাটার ধনিরামপুর, শৈলমারী, ঝিঞ্জিরা বালারচর, তরিরহাট, নারয়নপুরের চৌদ্দঘুড়ি, পাখিউড়া, মাঝিয়ালী, পদ্মারচর, অষ্টআশিরচর, বালার হাট, নুনখাওয়ার বোয়ালমারী, চরকাপনা, ফকিকেরচর, মাঝেরচর, কালীগঞ্জের ফান্দির ভিটা, কুমেদপুর, ভেরভেরি, সাহেবগঞ্জ, ধনীরপাড়, বেরুবাড়ীর শালমারা, খেলারভিটা, নতুন চর রহমানেরকুটি, বামনডাঙ্গার লুছনি, পাঁচমাথা, মিনাবাজার, পানাতিটারী, রায়গঞ্জের দামালগ্রামসহ বিভিন্ন গ্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *