নাগেশ্বরী প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে নাগরিক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর শুক্রবার সকাল ১১ ঘটিকায় নাগেশ্বরী গোলাপ খা প্রাথমিক বিদ্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, নাসিমুল ইসলাম মন্ডল রবু,অধ্যক্ষ মহিলা কলেজ নাগেশ্বরী, জালাল উদ্দিন, প্রফেসর মহিলা কলেজ নাগেশ্বরী, রবিউল ইসলাম রবি, অবসরপ্রাপ্ত প্রফেসর নাগেশ্বরী সরকারি কলেজ, মোহাম্মদ শামছুদ্দিন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাগেশ্বরী কামিল মাদ্রাসা, জহুরুল হক সিদ্দিকী, সিনিয়র শিক্ষক নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমি,আবু হোসেন সরকার,মোঃ শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক নাগেশ্বরী আইডিয়াল উচ্চ বিদ্যালয়, মোঃ মসলেম উদ্দিন সাংবাদিক দৈনিক মুক্ত খবর প্রতিনিধি,মোঃ হাফিজুর রহমান রিদয়, সাংবাদিক।
আগামী জানুয়ারি মাসে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে সামাজিক ও নৈতিকতা নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত গ্রহণ করেন।