নাগেশ্বরী প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ৭ মাস বয়সী এক শিশু নিখোঁজ হওয়ার পর বাড়ির সেফটি ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল (৩০ ডিসেম্বর) দুপুর ১২টার সময় শিশু আদিফাকে (৭ মাস) ঘরের খাটে মশারির নিচে ঘুমাতে রেখে মা জান্নাতুল বেগম বড় মেয়ে আসফিয়া খাতুনকে গোসল করাতে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর খাট থেকে কান্নার শব্দ বন্ধ হয়ে গেলে তিনি ছুটে এসে দেখেন মশারি ঠিক থাকলেও বিছানায় শিশু আদিফা নেই। বাড়ির লোকজন চারপাশে খোঁজ করেও সন্ধান পাননি। পরে শিশুটির বাবা আমিনুল ইসলাম বিকেল ২টায় নাগেশ্বরী থানায় একটি নিখোঁজ অভিযোগ দায়ের করেন। থানা থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে প্রায় তিন ঘণ্টা তল্লাশি চালিয়েও শিশুটির হদিস পায়নি।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, আজ (৩১ ডিসেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে আচমকা সেফটি ট্যাংকগুলো পরীক্ষা করার কথা মনে হয়। এরপর এসআই শাহিনের নেতৃত্বে পুলিশ আবারও আশপাশের বাড়িসহ মূল ঘটনার বাড়ির সেফটি ট্যাংকগুলোতে তল্লাশি চালায়। অন্য বাড়ির সেফটি ট্যাংকগুলোতে কিছু না পাওয়া গেলেও আদিফাদের বাড়ির সেফটি ট্যাংকের ঢাকনা খুলতেই শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়।
শিশুটির মৃত্যুর বিষয়ে ওসি মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। শিশুটি কীভাবে সেফটি ট্যাংকে পরল, তা এখনো পরিষ্কার নয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।’
শিশুটির মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে।