মোঃ মসলেম উদ্দিন, নাগেশ্বরী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পৌরসভা সাধারণ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দি প্রার্থীদের সাথে অাচরণ বিধি সংক্রান্ত আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার(৬ জানুয়ারী) বিকেলে নাগেশ্বরী প্রশাসন স্কুল এন্ড কলেজের হল রুমে জেলা নির্বাচন অফিসার মোঃ জাহাঙ্গীর আলম রাকিবের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম,জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা,উপজেলা নির্বাহী অফিসার নুর মোহাম্মদ মাসুম, উপজেলা নির্বাচন কমর্কর্তা আনোয়ার হোসেন,থানা অফিসার ইনচার্জ রওশন কবির, সার্কেল অফিসার লুৎফর রহমান সহ পৌরসভার মেয়র, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর প্রার্থীগণ। এছাড়াও প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি লিটন চৌধুরী,সম্পাদক পাভেল জামান, সাংবাদিক মজিবর রহমান মসলেম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা সুষ্ঠ নিরপেক্ষ ও শান্তিপুর্ণভাবে অংশগ্রগণমুলক নির্বাচনের আশা ব্যক্ত করেন।