নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
নাগেশ্বরীর সুবলপাড়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ১ জন এবং পৌর এলাকার আশারমোড়ে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। সোমবার সকালে ও দুপুরে পৃথক ঘটনা দুটি ঘটে।
পুলিশ জানায়, সোমবার সকালে উপজেলার কেদার ইউনিয়নের সুবলপাড় বাজারের কাপড় ব্যবসায়ী শমসের আলীর ছেলে লেবু মিয়া (৩০) টেলিভিশনের এন্টেনা লাগাতে গিয়ে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়। এদিকে দুপুরে নাগেশ্বরী পৌর এলাকার আশার মোড়ে কুড়িগ্রাম থেকে আসা একটি বাস চাপা দিলে বাইসাইকেল আরোহী রামখানা ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের শাহআলমের ছেলে আহাদুর ইসলামকে (৪০) নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।