কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বন্যা দুর্গতদের ত্রাণ সামগ্রী ও চিকিৎসা সেবা দিয়েছে রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগ। শুক্রবার দিনব্যাপী কালীগঞ্জ ইউনিয়নের শালমারা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বন্যা দুর্গত ৬ শত জনকে চাল, ডাল, চিড়া, গুড়, মোমবাতি, দিয়াশলাই, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন ও বন্যা পরবর্তী পানিবাহী বিভিন্ন রোগে আক্রান্ত ১ হাজার ৫ শত জনকে চিকিৎসা সেবার পাশাপাশি প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়। ত্রাণ সহায়তা ও চিকিৎসা সেবা দেন রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি মাসুদ পারভেজ, সহ-সভাপতি নুরিসাবা আশা, সম্পাদক গৌরাঙ্গ সাহা, যুগ্ম সম্পাদক ইয়াসমিন আরাফাত, মুম্মু মেহজাবিন, সাংগাঠনিক সম্পাদক মার্জিয়া শবনম। তাদেরকে সহযোগিতা করেন ছামছুল আরেফিন, সুবর্ণলতা তাপস বড়–য়া বাধন, খান মোহাম্মদ শিহাব, সাগর দত্ত, নাঈম, সায়হাম, তাপস, পলাশ, স্বাগতম, পল্লব, মিম, লিজা, রাফা, জ্যোতি, সোহান, সুমন প্রমুখ।