নাগেশ্বরী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ নাগেশ্বরীর কচাকাটায় চর মাদারগঞ্জে অবৈধ সংযোগ বিছিন্ন করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার স্বীকার হয়েছে কচাকাটা পল্লীবিদ্যুৎ সমিতির কর্মচারীরা। এ ঘটনায় কচাকাটা থানায় মামলার প্রস্তুতি চলছে।
চলতি সেচ মৌসুমে বিদ্যুৎ সংযোগ নিরবিছিন্ন রাখতে এবং কৃষি কাজে পানি সরবরাহের সহযোগীতা করতে কচাকাটার পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকারীরা গত ২৯ জানুয়ারী চর মাদারগঞ্জে অবৈধ সংযোগ বিছিন্ন করতে গিয়ে সন্ত্রাসীদের ব্যাপক হামলার স্বীকার হয়েছেন। সন্ত্রাসীদের হামলায় ৬ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে চর মাদারগঞ্জ এলাকার আঃ জব্বারের পুত্র সাইদুল ইসলাম,ঈমান আলীর পুত্র খাইরুল ইসলাম,খাদিমুল ইসলাম,মাইদুল ইসলাম,আজিবর প্রধান এর পুত্র জামাল হোসেন,হুজুর আলীর পুত্র বিএনপি নেতা সাইদুল ইসলাম,জলেপ উদ্দিন ও আজিবর প্রধানের পরামর্শে অবৈধ সংযোগ বিছিন্ন করার সময় সম্মিলিতভাবে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে পরিকল্পিত ভাবে আক্রমন করে । এতে ঘটনাস্থলে লাইনম্যান ফরহাদ হোসেন ও রিপন গুরুতর আহত হয়। এ সময় এলটি হুমায়ুন,স্থানীয় শহিদুল ইসলাম,মমিনুর রহমান মিলনসহ আরো কয়েকজন তাদেরকে উদ্ধার করতে এগিয়ে এলে তারাও সন্ত্রাসীদের হামলার স্বীকার হন। পরে কচাকাটা থানার পুলিশ ঘটনাস্থল গিয়ে আহতদেরকে উদ্ধার করে ভুরুঙ্গামারী সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করেন। তাদের শারীরিক অবস্থা বর্তমানে গুরুতর। জানা গেছে র্দীঘদিন থেকে উপজেলার বিভিন্ন অঞ্চলে এক শ্রেনীর দালাল অবৈধ সংযোগ চালাচ্ছে। এতে অতিরিক্ত লোড পড়ায় বিভিন্ন ট্রান্সফরমার নষ্ট হচ্ছে ফলে অত্র এলাকার সাধারন জনগন ব্যাপক হয়রানীসহ ক্ষয়ক্ষতির স্বীকার হচ্ছেন। এ ব্যাপারে সন্ত্রাসীদের বিরুদ্ধে কচাকাটা থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে কচাকাটা পল্লীবিদ্যুৎ অফিস সুত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *