নাগেশ্বরী থেকে মসলেম উদ্দিন ঃ
বেতন বৈষম্য নিরসন ও প্রধান শিক্ষকের পরের গ্রেডের দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে সহকারি প্রাথমিক শিক্ষকগণ মানববন্ধন করেছে। বৃহস্পতিবার বিকেলে নাগেশ্বরী-ভূরুঙ্গামারী সড়কের নাগেশ্বরী উপজেলা গেটের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে উপজেলার সহকারি শিক্ষকরা অংশ নেন।
এখানে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক সংগঠনের সভাপতি সিনিয়র সহসভাপতি মো. আতাউর রহমান খোকা, লুৎফর রহমান, খাদিজা খাতুন, সাধারণ সম্পাদক এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, মহিলা বিষয়ক সম্পাদিকা হাবিবা খাতুন, মোহসেনা খাতুনসহ অনেকে।