নাগেশ্বরী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী বামনডাঙ্গা ইউনিয়নের কচাকাটা ব্রীজ এর সম্মুখ বন্ধ করে কোরবান আলীর জমিতে জোর পূর্বক বালু ভরাট করার অভিযোগ উঠেছে লুছনি গ্রামের মৃত আজাহার আলীর পুত্র আব্দুল খালেক এর বিরুদ্ধে। অভিযোগ সুত্রে জানাযায় বামানডাঙ্গা ইউনিয়নের লুচনী গ্রামের ওমর আলীর পুত্র কোরবান আলীর পৈত্রিক সম্পত্তিতে মৃত আজাহার আলীর পুত্র আব্দুল খালেক জোর করে বালু ভরাট করে জমি দখল করে। এ বিষয়ে জমির মালিক কোরবান আলী বাধা দিতে গেলে আব্দুল খালেক তাকে বিভিন্ন ভাবে হুমকি ধুমকি দিচ্ছে। কোরবান আলী বলেন, আমার জমি বেদখল হওয়ার ভয়ে আমি জমিতে একটি ঘর তুলতে গেলে আব্দুল খালেকের সাথে আমার কথা কাটাকাটির এক পর্যায়ে আমার হাতে থাকা ওই জমির মূল দলিল ছিনিয়ে নেয় আব্দুল খালেক। দলিল নং-৯৯৩৫। ঘটনার বিষয়ে কোরবান আলী বিভিন্ন দপ্তরে জমি রক্ষায় লিখিত অভিযোগ দাখিল করে। এ বিষয়ে বামনডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান রনি জানায় অভিযোগ পেয়েছি এবং সমাধান করার চেষ্টা করছি।