নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
নাগেশ্বরীতে শিক্ষার্থী শ্লীলতাহানির অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় এনজিও কর্মী ও এলাকাবাসী। রবিবার সকাল ১১ টায় উপজেলার নেওয়াশী বাজারে নাগেশ্বরী-ফুলবাড়ী সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে সর্বস্তরের প্রায় সহস্রাধিক মানুষ। এরপর তারা নেওয়াশী উচ্চ বিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশ করে।
বক্তব্য রাখেন নেওয়াশী ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান মুকুল, কালীগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হযরত আলী খন্দকার, নেওয়াশী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল্লাহ মিয়া, জাগরনী বালিকা বিদ্যাবীথির প্রধান শিক্ষক জীবন নেছা, নেওয়াশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, নেওয়াশী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক, সহকারী শিক্ষক আবু আব্দুর রহমান সিদ্দিকী, নলিনী কান্ত রায় প্রমুখ। বক্তারা ঘটনায় অভিযুক্ত আব্দুল হাকিমকে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবী জানান।
মামলা সুত্রে জানা যায়, উপজেলার নেওয়াশী জাগরনী বালিকা বিদ্যাবিথীতে নবম শ্রেনীর এক শিক্ষার্থীকে গত ১ মার্চ সকাল সাড়ে ৬টায় সে প্রাইভেট পড়তে যাওয়ার সময় তার প্রতিবেশী শাহ আলম মিয়ার ছেলে আব্দুল হাকিম (৩০) রাবাইতারীর জনৈক বাদশাহ মিয়ার বাড়ির পাশের রাস্তা থেকে তাকে জোড়পুর্বক মোটরসাইকেলে উঠিয়ে পাশের বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। প্রতিবেশিরা রাস্তায় বই পড়ে থাকতে দেখে খোজাখুজি করে তাকে সেখান থেকে উদ্ধার করে। পালিয়ে যায় অভিযুক্ত আব্দুল হাকিম। এ ঘটনায় ৭ মার্চ ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে আব্দুল হাকিমকে আসামী করে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধীত/০৩ এর ৭/৯(৪)(খ) ধারায় অপহরণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে ফুলবাড়ী থানায় মামলা করেন।
ফুলবাড়ী থানার তদন্ত ওসি সারওয়ার পারভেজ জানান, আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।