নাগেশ্বরী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি জমার জেরে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়ে থানায় অভিযোগ করে ভুক্তভোগীর পরিবার। গতকাল শনিবার বিকেলে পৌরসভার ২নং ওয়ার্ডের হীরার খামার সমাজকল্যাণ মহিলা কলেজের পাশের গ্রামের এ ঘটনা ঘটেছে। অভিযোগ সুত্রে জানাযায়, পুর্ব শত্রæতার জের ধরে
গতকাল আশরাফুল আলম আরিফের ভোগ দখলীয় জমি জোর পুর্বক দখলের উদ্দেশ্যে একই গ্রামের আব্দুল হকিম,হাফিজুর রহমান,শমসের আলী সহ একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে শন্ত্রাসী হামলা চালায়। এ সময় শন্ত্রাসীদের হামলায় আশরাফুল আলশ গুরুতর আহত হয়ে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে। অভিযোগ কারী বলেন, শন্ত্রাসীরা আমার স্বামীর উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে, এ সময় আমি আমার স্বামীকে রক্ষা করার জন্য এগিয়ে গেলে শন্ত্রাসীরা আমার শ্লীলতাহানী করে। অভিযোগ সুত্রে জানাযায় শন্ত্রাসীদের হামলায় ভুক্তভোগীর প্রায় লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার বিষয়ে আহত আশরাফুল আলম আরিফের স্ত্রী বাদি হয়ে নাগেশ্বরী থানায় একটি অভিযোগ দাখিল করেছে।