নাগেশ্বরী প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সড়ক দুর্ঘটনায় সোহেল রানা (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার রামখানা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক সদস্য শিয়ালকান্দা এলাকার মৃত ফজলুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান ২ জানুয়ারি শনিবার সন্ধ্যায়, কুড়িগ্রাম ভূরুঙ্গামারী সড়কের নাগেশ্বরী কমিল (এমএ) মাদরাসার সামনে করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি গাড়ির সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়।
পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেলে নেয়ার পথে রাত ৯ টার দিকে মারা যায়।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রওশন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।