নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:-
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৩ জুয়ারীকে আটক করেছে কচাকাটা থানা পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে থানার মাদারগঞ্জ বাজারের কুলি-শ্রমিক ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো বল্লভেরখাষ ইউনিয়নের হাছিরগ্রাম এলাকার মাজেদুল ইসলাম (২৪), সৈইফুল ইসলাম (৪২),সাইদুল ইসলাম (৪০), দুলাল মিয়া (৩৫) হাকিমের মঠ গ্রামের রেজাউল করিম (৩০) শফিকুল ইসলাম (৪৫), নূর ইসলাম (৫০), রফিকুল ইসলাম (৪২) হাজিপাড়া গ্রামের হাবিবুর রহমান (৩৮), সিরাজুল ইসলাম (৪৫), মাইদুল ইসলাম (৩৬) চেয়ারম্যান পাড়ার জাহাঙ্গির আলম (৩৫) কাচারাী পাড়ার আব্দুল কাদের (৫২)। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বদেব রায় ঘটনার সত্যত্যা নিশ্চিত করে বলেন আটকৃতদের নামে নিয়মিত মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।