শফিকুল ইসলাম শফি স্টাফ রিপোর্টার :
নাগেশ্বরীতে ২৬ লাখ টাকা নিয়ে এক প্রতারক দম্পতির বিরুদ্ধে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের মওয়ামারী গ্রামের জামিনুল ইসলামের স্ত্রী শাহনাজ বেগম একি গ্রামের সহজ সরল ও দিন মজুর পরিবারের সোহরাব আলী, সওদাগড় আলী, শেফালী বেগম, আমিনুল ইসলামসহ প্রায় ১৬ জনের কাছ থেকে ধার নেয়া টাকাসহ তাদের নাম ব্যবহার করে বিভিন্ন এনজিও অফিস থেকে লোন গ্রহন করে কিস্তি না দিয়ে প্রায় ২৬ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ পেয়েছি ব্যবস্থা নেয়া হবে বলে জানান নাগেশ্বরী থানার ওসি রুপ কুমার। টাকা ফিরে পেতে কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন ভুক্তভোগী পরিবার।
![](https://asianbanglanews.com/wp-content/uploads/2024/05/IMG20240515162902-1.jpg)