মোঃ মসলেম উদ্দিন,নাগেশ্বরী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী বামনডাঙ্গা ইউনিয়নে চর বলরামপুরে বুধবার যমুনা সংস্থার উদ্যোগে এতিম খানার উদ্ভোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন যমুনা সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোঃ নায়েব অালী সরকার নবাব, ব্যবস্থাপক মোছাঃ অাল্পনা খাতুন, সহ-সভাপতি জেসমিন অাক্তার, তাছলিমা খাতুন, মোছাঃ বুলবুলি অাক্তার,কোষাধক্ষ মোঃ শফিকুল ইসলাম, প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখানে মাওলানা অাহম্মেদ হোসেন,গোলজার হোসেন,জামাল উদ্দিন,অাব্দুল অাজিজ।
অনুষ্ঠানের শুরুতেই ইতিমদের জন্য দোয়ার মাফিল করা হয়। দোয়া অনুষ্ঠানের শেষে ইতিম ও প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।
ব্যবস্থাপনা পরিচালক বলেন যমুনা সংস্থার মাধ্যমে ইতিম শিশুদের স্বাস্থ্য,চিকিৎসা,খাদ্য,শিক্ষা এবং বাসস্থান সু-নিশ্চিত করা হবে।