নাগেশ্বরী প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী মরিয়ম চক্ষু হাসপাতালে গত ২২ এপ্রিল রাত৮টার সময় এক পতিতাসহ ম্যানেজারকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে মোটা অংকের টাকার বিনিময়ে রফারফা করে ছেড়ে দিয়েছে পতিতাসহ ম্যানেজারকে। এলাকাবাসী সুত্রে জানা গেছে সোমবার হাসপাতাল বন্ধ থাকার সুবাদে রাত্রী ৮ টার সময় ভিতরবন্দ থেকে এক পতিতাকে হাসপাতালের ভিতরে নিয়ে আসে এবং গেটের তালা বন্ধ করে ভিতরে অসামাজিক কার্যকলাপ চালালে বাহিরের লোকজনের সন্দেহ হলে এলাকাবাসী গেটের সঙ্গে আর একটি তালা ঝুলিয়ে দেয়। ফলে ম্যানেজার বিপাকে পড়ে । পরে স্থানীয় লোকজনকে ম্যানেজ করে ঔ পতিতাকে হাসপাতাল থেকে পালিয়ে যেতে সাহায্য করে। এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিত্রিয়ার সৃষ্টি হয়েছে। উল্লেখ্য সরকারী নিয়মিত নজরদারী না থাকায় বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকগুলোতে এরুপ কর্মকান্ড অহরহ চলে আসছে।অনতি বিলম্বে সরকারী নজরদারী না করলে এমন কর্মকান্ড অব্যাহত থাকবে বলে অভিজ্ঞ মহল মনে করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন