আব্দুল গণি, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার হোটেলগুলোতে খাদ্য দ্রব্যের দাম বৃদ্ধি করায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় জনতা। নাগেশ্বরী পৌর এলাকার হোটেলগুলোতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গত ৭ জুলাই শুক্রবার রাত ৮টায় এ বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে নাগেশ্বরী বাসস্ট্যান্ডের সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন কেদার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান-আখম ওয়াজিদুল কবীর রাশেদ, বণিক সমিতির যুগ্ম সাধারণ স¤পাদক-ময়েন আহমেদ মাঈন, নাগেশ্বরী কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক-আশরাফুল আলম আসাদ মীর, পৌর ছাত্রলীগের সভাপতি-রবিউল ইসলাম রুবেল, সাধারণ স¤পাদক-আবু আতা আব্দুল্লাহ ডিপেন্স, উপজেলা ছাত্রলীগ এর সাবেক সহ-সভাপতি-বেলাল হোসেন, সাবেক ছাত্রনেতা-আরিফুল ইসলাম কিং প্রমুখ। এছাড়াও রাজনীতিক, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সমাবেশে অংশ নেয়। বক্তারা অবিলম্বে এসব খাদ্য পণ্যের মূল্য স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য জোর দাবি করেন। উল্লখ্যে খাদ্য তৈরির কাচামলের মূল্য বৃদ্ধি না হলেও নাগেশ্বরী পৌর হোটেল মালিক সমিতি কর্তৃক বিভিন্ন খাদ্য পণ্যের মূল্য বৃদ্ধি করেছে। ৫ টাকার খাদ্যের দাম বৃদ্ধি করে তা করা হয়েছে ৭ টাকা। এই অস্বাভাবিক মূল্য ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় বিপাকে পড়ে গেছে জনসাধারণ। পার্শ্ববতী কুড়িগ্রাম, ফুলবাড়ি, ও ভূরুঙ্গামারী উপজেলার কোনো হোটেলে এসব পন্যের দাম না বাড়ালেও নাগেশ্বরীর হোটেলগুলোতে নিজ খেয়াল খুশি মতো খাবারের দাম বাড়িয়েছে তারা। প্রতিটি খাবারে ২-১০ টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি করেছে। প্রতিটা চা, সমুচা, সিঙ্গারা, নিমকি, পরোটা, পুড়ি, সবজি, ডাল ইত্যাদি খাদ্য পণ্য ৫ টাকার পরিবর্তে মূল্য বৃদ্ধি করে তা করা হয়েছে ৭ টাকা। এছাড়াও আরো অনেক খাদ্যের দাম বৃদ্ধি করেছে এসব ব্যবসায়ী। এমতাবস্তায় জনসাধারণের সাথে হোটেল মালিকদের বাকবিতন্ডাও হচ্ছে প্রতিনিয়ত। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরণের সংঘর্ষ। এ বিষয়ে নাগেশ্বরী বণিক সমিতির সভাপতি-নুরুন্নবী দুলাল বলেন, বিক্ষোভের আগের দিন আমরা বিষয়টি নিয়ে পৌর মেয়র মহোদ ও হোটেল মালিকদের নিয়ে পূর্বের মূল্যে ফিরিয়ে আনার জন্য আলোচনায় বসেছি। হোটেল মালিক সমিতি এতে সম্মতি দিয়েছে।