মোঃ মসলেম উদ্দিন নাগেশ্বরী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভি ক্রেডিট ইউনিয়ন লিমিটিডের ৯ম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় নাগেশ্বরী মহিলা ডিগ্রী কলেজ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান হরচন্দ্র বর্মন ফন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিানে বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার এস.এম শহিদুল ইসলাম, কালব ‘ক’ অঞ্চলের ডিরেক্টর একরামুল হক, অধ্যক্ষ নাসিমুল ইসলাম মন্ডল, সোনালী ব্যাংক ব্যবস্থাপক শরিফুল ইসলাম, উপজেলা ভারপ্রাপ্ত সমবায় অফিসার আমিনুল ইসলাম, কালব’র জেলা প্রোগ্রাম অফিসার সাদেকুল ইসলাম, আমিনুল ইসলাম সাধারন সম্পাদক উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভি ক্রেডিট ইউনিয়ন লিমিটিডে নাগেশ্বরী, মোস্তাফিজার রহমান ব্যবস্থাপক নাগেশ্বরী শাখা প্রমুখ। বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির সেক্রেটারী আমিনুল ইসলাম। পরে এস.এস.সিতে জিপিএ-৫ পাওয়া সমিতির ৮ সদস্যের সন্তানদের হাতে সম্মাননা ক্রেস্ট ও মৃত ৪ সদস্যের বীমা দাবী পরিশোধ করা হয়।