নাগেশ্বরী প্রতিনিধিঃ
নাগেশ্বরী পল্লীবিদ্যুৎ অফিসের এজিএম কম রিফাত বিন রফিক এর বিরুদ্ধে ব্যাপক দূর্নীতি ও অনিয়ম সহ গ্রাহকের মোবাইল রিছিপ না করার অভিযোগ উঠেছে। ফলে উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎতের অহররহর দূর্ঘটনা ঘটছে। নাগেশ্বরী পৌরসভার মালভাঙ্গার ভাই ভাই মোড়ের মার্কেটে আগুন ধরলে একাধিক ব্যক্তি বার বার এজিএম কম রিফাত বিন রফিক কে মোবাইল করার পরও তিনি মোবাইল রিছিপ না করার কারনে ঔ মার্কেটের ১০/১২ দোকান ঘর মহুর্তেই মধ্যে পুড়ে ছাই হয়ে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। শুধু তাই নয় নাগেশ্বরী পল্লীবিদ্যুৎ অফিসে গিয়ে কোন গ্রাহক কোন বিষয় জানতে চাইলে তিনি গ্রাহকদের সঙ্গে প্রায় অসৎ আচরন করেন বলে অভিযোগ রয়েছে। নাগেশ্বরী পল্লীবিদ্যুৎ অফিসে এজিএম কম রিফাত বিন রফিক যোগদান করার পর থেকে এই অফিসের গ্রাহক সেবার মান লাঠে উঠেছে বলে ভুক্তভোগী গ্রাহকগন অভিযোগ করছে। তাছাড়াও অফিসে কোন প্রকার মালামাল নেই এর অজুহাতে প্রায় নুতন সংযোগের কার্যত্রুম বন্ধ উপত্রুম রয়েছে।