মোঃ মসলেম উদ্দিন,নাগেশ্বরী কুড়িগ্রাম:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে অাজ সকাল ১০ঘটিকার সময় নাগেশ্বরী মহিলা কলেজের হলরুমে শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১০ম বার্ষিক সাধারণ সভা ও পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
অনষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হোসেন ফাকু,নব নির্বাচিত মেয়র নাগেশ্বরী পৌরসভা,কে এম মাসুদুল হক পরিদর্শক জেলা সমব্যয় অধিদপ্তর,কুড়িগ্রাম, অামিনুল ইসলাম সভাপতি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন ও অধ্যক্ষ ফুলবাড়ী ডিগ্রী কলেজ, নাসিমুল ইসলাম মন্ডল রবু, অধ্যক্ষ নাগেশ্বরী মহিলা কলেজ, গোলাম রসুল রাজা প্রভাষক, নাগেশ্বরী মহিলা কলেজ,মোঃ অাজহারুল ইসলাম অাল-অামিন প্রভাষক, নাগেশ্বরী কলেজ,অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ অামিনুল ইসলাম সেক্রেটারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন নাগেশ্বরী। সভাপতিত্ব করেন হরচন্দ্র বর্মন ফন্টু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাগেশ্বরী শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিনের নব নির্বাচিত সেক্রেটারি মোঃ গোলাম কিবরিয়া,চেয়ারম্যান হরচন্দ্র বর্মন ফন্টু, ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান, ট্রেজারার শহিদুল ইসলাম, ডিরেক্টর শামছুল অালম ও সুবধ চন্দ্র প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *