নাটোরের গুরুদাসপুর উপজেলার চন্দ্রপুরের মহারাজপুর গ্রাম থেকে দুই জেএমবি সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি ল্যাপটপ, ৩টি মোবাইল ফোন, ১টি এটিএম কার্ড, জিহাদী কথা লেখা ১শতটি লিপলেট, ইসলামের নৈতিক দৃষ্টিকোন নামক ৪টি চটি বই উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা অফিসার (ওসি) আব্দুল হাই জানান, মোঙ্গলবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গুরুদাসপুর চন্দ্রপুর মহারাজপুর এলাকায় একটি পুকুর পাড় থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন , নলডাঙ্গা থানার চাঁদপুর পূর্বপাড়া বাড়ি আমির হামজা মানিক (২৫) পিতা হাফিজুর রহমান ও লালপুর থানার শিবপুর গ্রামে বাড়ি গোলাম হোসেন স্বাধীন (৪৫) পিতা মঞ্জর হোসেন ।
তিনি আরো জানানয় , জেএমবি ২ সদস্য কে বিকেলে আদালতে নেওয়া হবে । আদালতে কাছে রিমান্ডের আবেদন করবেন।