নাটোর প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে মাদক ও জঙ্গীবাদ বিরোধী পথসভা অনুষ্ঠিত হয়েছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার বিকেলে উপজেলার তিরাইল উচ্চ বিদ্যালয় মাঠে বনপাড়া পুলিশ তদন্ত্র কেন্দ্রের উদ্দোগে এই পথ সভা অনুষ্ঠিত হয়।

মাদক ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে বক্তারা বলেন, সমাজ ও দেশ থেকে মাদক দমন করতে হলে সম্মিলিতভাবে মাদক বিরোধী প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকের কুফলগুলো মানুষের মাঝে তুলে ধরতে হবে। মাদক সেবনকারী এবং মাদক বিক্রয়কারী উভয়ই অপরাধী। মাদক সেবনের জন্যই জাতি আজ অপরাধের দিকে অগ্রসর হচ্ছে। মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে পাড়া-মহল্লা, মসজিদ, মন্দিও, স্কুল, কলেজে আলোচনা সভা করতে হবে।

মাদক ও জঙ্গিবাদ বিরোধী পথসভায় বক্তব্য রাখেন, বনপাড়া পুলিশ তদন্ত্র কেন্দ্রের আই.সি নাজমুল হক, বড়াইগ্রাম উপজেলার মহিলা ভাইচ-চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, শেখ ফজিলাতুন্নেছা মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, আওয়ামীলীগ নেতা আশরাফুল ইসলাম আশু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন