মো: জাহিদ আলী, নাটোর প্রতিনিধি:

‘উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে নাটোরে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরের মাদ্রাসা মোড় এলাকা থেকে জেলা প্রশাসনের আয়োজনে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে কানাইখালী স্টেডিয়াম মাঠে মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেলার উদ্বোধন করেন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক গৃহিত উদ্যোগগুলো উপস্থাপন করা হয়। এ সময় স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক শাহিনা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড.চিত্রলেখা নাজনীন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া তিনদিন ব্যাপী মেলায় থাকছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রিয়ালিটি শো, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা। মেলায় বিভিন্ন ধরণের এক শতাধিক টি স্টল রয়েছে।

এছাড়াও নাটোরের বড়াইগ্রাম উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার বর্ণিল আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা। মেলার প্রথম দিনেই দেখা গেছে দর্শনার্থীর উপছে পড়া ভীড়। ‘উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে দুপুরে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। এর আগে সকালে বর্ণাঢ্য র‌্যালীতে অংশ নেয় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, জন প্রতিনিধিসহ স্থানীয় বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল প্রামাণিক, থানার অফিসার ইনচার্জ মো. শাহরিয়ার খাঁন, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা প্রমূখ। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর সহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের ৩৮টি স্টল এতে অংশ নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *