নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাহিন হোসেন নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকার খলিল হোসেনের ছেলে।
বনপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া জানান, নাটোর থেকে পাবনাগামী ভুট্টাবোঝাই একটি ট্রাকের সামনের চাকা পাংচার হয়। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা চিনি বোঝাই অপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ভুট্টা বোঝাই ট্রাকের চালক শাহিন হোসেন মারা যান। এ সময় একই ট্রাকের হেলপার শুভ শেখ এবং ও আলী হোসেন নামে দুইজন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে এবং মরদেহটি বনপাড়া হাইওয়ে থানায় হস্তান্তর করে।