নাটোর প্রতিনিধি:
নাটোর সদর হাসপাতালের ইয়োলো জোন ওয়ার্ডের সানসেটের ওপর নবজাতকের মৃতদেহ
উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
হাসপাতাল পরিচালক ডাঃ আনসারুল হক জানান, ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় শিশুটিকে ফেলে দিয়েছে তার স্বজনরা। সকালে অন্যন্য রোগির লোকজন বিষয়টি দেখে তাদের খবর দেয়। এঘটনায় সেবিকারা ওয়ার্ডে শিশুটি সম্পর্কে জানতে চাইলে কেউ কিছু জানাতে পারেনি । পরে পুলিশে খবর দেয় চিকিৎসক’রা। ক্যামেরায় তাৎক্ষনিক কথা বলতে রাজি হননি হাসপাতাল পরিচালক ডাঃ আনসারুল হক। তিনি আরও জানান, কেন কি কারণে শিশুটিকে ফেলে দেয়া হলো এই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।