ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২১ পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও বিভিন্ন বেসরকারি সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অপরদিকে ইউএসএআইডি ও বাংলাদেশ সরকারের অর্থায়ন, কেয়ার বাংলাদেশের কারিগরি সহায়তা ও মহিদেব যুব উন্নয়ন সমাজকল্যাণ সমিতি’র সৌহার্দ্য-৩ কর্মসূচির বাস্তবায়নে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে ‘মুজিববর্ষ’ ও ‘দেশ উন্নয়নে নারীদের ভুমিকা’ শীর্ষক রচনা, মেয়েদের ধীর গতিতে বাইসাইকেল চালানো প্রতিযোগিতা আয়োজিত হয়। পরে নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান মুসাব্বের আলী মুসার সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আলোচনায় উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। এসময় উপজেলা কৃষি অফিসার মাহবুবুর রশিদ, প্রাণিসম্পদ অফিসার কৃষ্ণ মোহন হালদার, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞা, মহিদেব যুব সমাজকল্যাণ সমিতি’র রেজিলিয়েন্স প্রজেক্ট ম্যানেজার মজিবুর রহমান, সৌহার্দ্য-৩ কর্মসূচির উপজেলা কো-অর্ডিনেটর ফজলুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *