আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ নাসিরনগরে আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে“ “স্বাক্ষরতা অর্জন করি,ডিজিটাল বিশ্ব গড়ি”এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উম্মে সালমার নেতৃত্বে সরকারি-বেসরকারি কর্মকর্তা,প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থীদের সমন্বয়ে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরে বের করা হয়। পরে উপজেলা নিবার্হী কর্মকর্তার কাযালয়ে এক আলোচনা সভা উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এসময় উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া, রবিউল আলম,আনসার ভিডিপির প্রশিক্ষক মোঃ নুরুজ্জামান,প্রধান শিক্ষক শাহ আলম,এবিএম সালেমসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন । এছাড়াও উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী বের করা হয়।