আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ নাসিরনগরে প্রতিবেশীর ঝাড়–র আঘাতে তিন মাসের শিশুর মূত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ গ্রামে। ঘাতক প্রতিবেশী আবুনি বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।এলাকাবাসী ও পুলিশ জানায়,বৃহস্পতিবার বিকালে পূর্বভাগ গ্রামের আবদুল জলিলের স্ত্রী তাছলিমা বেগম ও প্রতিবেশী ভানু মিয়ার মেয়ে আবুনি বেগম সাথে পারিবারিক কলহের জের ধরে ঝগড়া হয়। দু’জনের মধ্যে ঝগড়ার একপর্যায়ে আবুনি বেগম ঝাড়– দিয়ে তাছলিমাকে আঘাত করে। এ আঘাত তাছলিমার কোলে থাকা তিন মাসের শিশু আবুল বাসারের গায়ে পড়ে। এতে শিশুটি আহত হয়। আজ শুক্রবার সকালে শিশু আবুল বাসারের মূত্যু ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেছে।এবং ঘাতক আবুনি বেগমকে(৩৫)গ্রেফতার করে। এঘটনায় নিহতের নানা ইউসুফ আলী বাদি হয়ে হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।