আকতার হোসেন ভূইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নির্মাণাধীন ব্রীজের নীচে পড়ে রডের আঘাতে স্কুল ছাত্র মারা গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের চিতনা গ্রামের এঘটনা ঘটে। নিহত শিশুর নাম মাহমুদুল হাসান মাহিন(১০)। সে চিতনা গ্রামের শরীফ উদ্দিনের ছেলে ও গুনিয়াউক বেবী মেমোরিয়াল কিন্ডার গার্টেনের ৫ম শ্রেনীর ছাত্র।
পরিবারের লোকজন জানান,সকালে মাহিন বাড়ির পাশে খেলা করতে গিয়ে একটি নিমার্ণাধীন ব্রিজের নিচে রডে পড়ে শিশুটির কোমড়ের ঢুকে যায়। দ্রুত উদ্ধার করে আশংকাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে গুনিয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।