নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ উপজেলায় জুয়ার আসর থেকে আটকের পর ভ্রাম্যমান আদালতে সোর্পদ করে ৫ জুয়াড়িকে এক মাস করে কারাদন্ড দেয়া হয়েছে। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানার এস আই মহিউদ্দিন সুমনের নেতৃত্বে পুলিশ জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে খান্দুরা সৈয়দ হারুনুর রশিদ গেদু মিয়া সাহেবের ওরস থেকে খান্দুরা গ্রামের মলাই মিয়া(৪২),ছফিল মিয়া(৩৫),কনু মিয়া(৪০), বাঘাসুরা গ্রামের গাজী মিয়া(২৭) ও চুনারুঘাটের সুলতানপুর গ্রামের আবদুল কাদিরকে(৪০) জুয়ার সরঞ্জামাদি বোর্ডসহ আটক করে। আজ রবিবার বিকালে জুয়াড়িদের উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত আলীর আদালতে হাজির করলে ৫ জুয়াড়িকে এক মাস করে কারাদন্ড দেয়া হয়। নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নাজির মোঃ রজ্জব আলী দন্ডাদেশ প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।