নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥
নাসিরনগরে একটি স’ মিলের টিনশেডে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ উঠেছে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মিলের মালিক মনির হোসেন। শুক্রবার রাতে নাসিরনগর সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবদুল হাকিমের স’ মিলের টিনশেডে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ও স’ মিলের মালিক মনির হোসেন জানান, শুক্রবার গভীর রাতে স’মিলে টিনশেডে আগুন জ্বলছিল। এলাকার লোকজন আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে স’ মিলের পাশ্ববর্তী টিনশেড ঘরে রাখা বিভিন্ন প্রকার কাঠ ও বেশকিছু মাল পুড়ে ছাই হয়ে যায়। মিলের মালিক মনির হোসেন দাবি করেন,স’ মিলের আশপাশে আগুন লাগার মত কিছু নেই। তবে কারা আগুন দিয়েছে তা তিনি নিদিষ্টভাবে জানাতে পারেননি।এদিকে আশপাশের কয়েকটি বাড়ির সামনে খড়ের কুঞ্জির মধ্যে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বড় ধরনের কোন ঘটনা ঘটেনি।ঘটনার সংবাদ পেয়ে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম,উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী,থানার অফিসার ইনচার্জ মোঃ আবু জাফর ও বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি।