রতন সেনগুপ্ত,কলকাতা,ভারত

তোমার অসম বিকাশ পোষে তোমার দানব
অনুমোদিত ছাড়পত্র তোমার কল্যাণ জাত
তোমারই মহিমা বাড়ায়
আর সব চোখ বাঁধা কলুর বলদ
তোমার খোলসে খোলতাই
বগল দাপিয়ে পণ্ডিত ছাপার অক্ষরে লেখে গুনকীর্তন
কখনো নিরব শ্মশানে ঘটে মহা উদ্ভাবন
হ্যালোজেন-এ স্বর্গ রচন, আহা! ফুটা পাত্র জ্বলজ্বল করে,
নেড়িকুত্তা ডাক ছাড়ে, অন্ধা গলির মোড়
তুমি আমি পালিত লালিত শ্রদ্ধাহীন ধান্ধা নিয়ে আছি
রক্ত ও মেরুদণ্ড বয় চাটুকারি জীবন যাপন
বহু সুকৌশল গোলায় অধিকার বোধ ও উত্তরণ
জ্বালা যৌবন, এই বেশ ভাল আছি মদের বোতল

অহিংসা পরম ধর্ম শেখায় নেকড়ে পরিবৃত গ্রহ
হরিণেরা ট্রেলার সর্বস্ব শান্তিঘাস খায়
সুচেতনা কান্না চেপে বাণভাসি স্রোতে খোঁজে
প্রলয় অহংকার
আমাদের পঁচাত্তর উদযাপন আগত প্রায়
উলঙ্গ নৃত্যের হবে বড় আয়োজন
সে বড় কম কথা নয়! ভেবোনা
ভাবলেই ভাবনা হয়, না ভাবলে কিছুই নয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন