রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ
বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য ২৯ সেপ্টেম্বর সকাল৮.১৫ ঘটিকায় রংপুর রেঞ্জের নীলফামারী জেলা পুলিশ লাইন্সে প্যারেড পরিদর্শন ও রিজার্ভ অফিস ২০২০/২০২১ সালের বার্ষিক পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান,বিপিএম,পিপিএম-সেবা সহ নীলফামারী জেলার অন্যান্য উর্ধ¦তন পুলিশ কর্মকর্তাগন।
জেলা পুলিশ লাইন্সে প্যারেড পরিদর্শন শেষে নীলফামারী জেলার রিজার্ভ অফিস সংশ্লিষ্ট মোটরযান শাখা, রেশন স্টোর, বিভাগীয় ভান্ডার, অস্ত্রাগার, ব্যারাক ইত্যাদি পরিদর্শন করেন। পরিদর্শনকালে নীলফামারী জেলা পুলিশ লাইন্সের অভ্যন্তরে পুকুরঘাটের আধুনিকায়ন ও ক্যান্টিন আধুনিকায়ন এর শুভ উদ্বোধন করেন।
এরপর তিনি নীলফামারী রির্জাভ অফিস বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে সকল স্তরের পুলিশ সদস্যদের সুবিধা/অসুবিধার বিষয়ে পুলিশ সুপার, নীলফামারী ও সংশ্লিষ্ঠ অফিসারগণকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
রিজার্ভ অফিস পরিদর্শন শেষে নীলফামারী জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের সাথে পুলিশ অফিস, নীলফামারীর সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা করেন।
মতবিনিময় সভায় বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ, রংপুরের , ডিআইজি, দেবদাস ভট্টাচার্য্য বিপিএম জনসাধারনের ভরসাস্থল হিসেবে থানা পুলিশের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। একজন সাধারণ মানুষ যেন দ্রুততার সাথে ন্যায্য বিচার পায় এবং পুলিশি সেবা পায় সে বিষয়ে সকল অফিসার ইনচার্জগণকে নির্দেশ প্রদান করেন। এছাড়াও মাদক/জুয়া নিয়ন্ত্রণে অফিসার ইনচার্জগণকে কঠোরভাবে দমনের নির্দেশনা প্রদান করেন।