মো জহুরুল ইসলাম নীলফামারী প্রতিনিধি
“”এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম -এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”” এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর জেলার অন্তর্ভুক্ত ডিমলা উপজেলার চোখে পরার মত উত্তর বঙ্গের ঐতিহাসিক বিজয় চত্বর মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার এর সভাপতিত্বে “স্মৃতি স্তম্ভ” শহীদ মিনার ও জাতির পিতার ম্যুরাল্যুক্ত “বিজয় চত্ত্বর” এর শুভ উদ্বোধন ঘোষনা করা হয়।
বিজয় চত্বর ঘিরে আছে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতি চারণ, এবং ১১ জন শহীদ বীর মুক্তিযোদ্ধার স্মৃতি চারণ , বঙ্গবন্ধুর মুরাল সহ নানান স্মৃতি ।
যাহা আগামী প্রজন্মকে জানতে সাহায্য করবে পরিচিতি ও জানার বিষয় অনেক কিছু শিক্ষা লাভ করবে আগামী প্রজন্ম
বিজয় চত্বর এর শুভ উদ্বোধন আনুষ্ঠানে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাডঃ হোসনে আরা লুৎফা, সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদ ও সাবেক সংসদ সদস্য, এ্যাডঃ সফুরা বেগম রুমি সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদ ও সাবেক সংসদ সদস্য, দেওয়ান কামাল আহমেদ, সভাপতি নীলফামারী জেলা আওয়ামীলীগ ও মেয়র , নীলফামারী পৌরসভা, এ্যাডঃ মমতাজুল হক, সাধারন সম্পাদক, নীলফামারী জেলা আওয়ামীলীগ।
ডিমলা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনায়ারুল হক সরকার মিন্টু এর সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ যুবলীগ , ছাত্রলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ,তাঁতী লীগ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন