ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন দায়িত্ব নিয়ে শনিবার সকাল ১১টায় দলিও কার্যালয়ের সামনে সমাবেশে যুবদলের নেতাকর্মীদের বলেন। আমাকে জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন দায়িত্ব দিয়েছেন যুবদলের। আপনারা জানেন কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বিএনপি’র কোন নেতা কর্মী চাঁদাবাজি জমি দখল কোথাও কোনো সহিংসতা করলে তাকে দল থেকে বহিষ্কার ও আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। আমি চাই আমাদের যুবদলের কর্মীরা প্রতিটি পাড়ায় মহল্লায় হিন্দুদের সার্বিক নিরাপত্তা দিবে। কোথাও কোন চাঁদাবাজির খবর পেলে আপনারা দায়িত্ব নিয়ে ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়াবেন।
তিনি বলেন ইতিমধ্যে দলীয় শৃঙ্খলা বঙ্গের অভিযোগে কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে আপনারা সতর্ক হয়ে যান।
সমাবেশে আর বক্তব্য রাখেন এডভোকেট আনিসুর রহমান খান সদস্য সচিব ঝালকাঠি জেলা যুবদল
তিনি বলেন বিএনপি একটি গণতান্ত্রিক দল আমরা সবসময় জনগণের পাশে থেকে সেবা করে যাব।
কোন সন্ত্রাসীর স্থান যুবদলের হবেনা আপনারা দেখেছেন চাঁদাবাজির অভিযোগে এক যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।
এ সময় বিভিন্ন যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে সরকারি জমি দখলের অভিযোগ শুনে সাথে সাথে নেতাকর্মীদের নিয়ে ছুটে আসেন শহরের পুরাতন কলেজ খেয়াঘাট। তিনি নেতা কর্মীদের নিয়ে সরকারি জমি দখলমুক্ত করেন। এবং সাধারণ মানুষকে বলে যান কোথাও কোনো জমি দখল বা চাঁদাবাজি হলে আমাদেরকে জানাবেন আমরা ব্যবস্থা নিব।
নুতন দায়িত্ব প্রাপ্ত যুবদলের যুগ্ম সিনিয়র আহবায়ক আরো বলেন আজকে আমাদের আন্দোলনের জন্য ছাত্রদের জন্য গণতন্ত্র ফিরে পেয়েছি।
পুরো গণতন্ত্রের বিজয় বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের। আমরা ছাত্রদের স্যালুট জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *