লাভলী আক্তার নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়ায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কেন্দুয়া উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সরকারি বেসরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সুধীজনের সাথে মতবিনিময় সভা করেছেন নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস।
বুধবার (১৪ জুন) সকাল এগারোটায় উপজেলা পরিষদের হলরুমে এ সভ অনুষ্ঠিত হয়।
এতে কেন্দুয়া উপজেলা পরিষদের নির্বাহী অফিসার কাবেরী জালাল এঁর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস।
সহকারী কমিশনার ভূমি মোঃ রাজিব হোসেন এঁর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমী,কেন্দুয়া উপজেলা আওয়ামী সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভূঞা, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ আলী হোসেন পিপিএম, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুখলেছুর রহমান বাঙালি, মুক্তিযোদ্ধা গোলাম জিলানী, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক লাইমুন হোসেন ভূঞা, সাংবাদিক মাইনুদ্দিন সরকার রয়েল প্রমুখ।