প্রতিদেকঃ উৎসব মুখর পরিবেশে ২৫জানুয়ারী সকাল ১১টায় নোয়াখালী জেলার নিরপেক্ষ দৈনিক মাটি ও মানুষের পত্রিকা নোয়াখালী প্রতিদিনের প্রথম প্রতিনিধি সম্মেলন ঢাকা ব্যুরো কার্যালয়ে পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ রফিকুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকার উপদেষ্টা সম্পাদক ইঞ্জিনিয়ার আনিসুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাসাদ কেন্দ্রীয় উপদেষ্টা সলিম ঊল্যা। বক্তব্য রাখেন,পত্রিকার বার্তা সম্পাদক গুলজার হোসেন সৈকত, ঢাকা ব্যুরো প্রধান নুরুল হক নিজাম,সহকারি ব্যুরো প্রধান ভিপি সালা উদ্দিন,সহকারি সম্পাদক বিধান ভৌমিক,ফেনী ব্যুরো প্রধান মাছুম বিল্লা ভুঁঞা, প্রধান প্রতিবেদ মোঃ শরফুাদ্দিন শাহিন, বিশেষ প্রতিনিধি ফিরোজ আলম রিগান, সাংবাদিক কাউছার আহম্মেদ পাপ্পু,কোম্পানীগঞ্জ সংবাদদাতা হারুন অর রশিদ, ফেনী প্রতিনিধি তনু সরকার, সোনাগাজী প্রতিনিধি সৈয়দ মনির, সেনবাগ প্রতিনিধি মোঃ হারুন, বেগমগঞ্জ প্রতিনিধি আনোয়ার পারভেজ, সূবর্ণচর প্রতিনিধি ইমাম উদ্দিন সুমন প্রমুখ। উক্ত প্রতিনিধি সভায় ভবিষ্যতে পত্রিকাকে বানিজ্যিক ভাবে বৃহত্তর নোয়াখালীর পাশাপাশি সারাদেশে গতিশীল করা লক্ষে গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গৃহীত হয়।