ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

সাংবাদিকদের উপর নির্যাতন-হয়রানি প্রতিরোধে জয়পুরহাট সাংবাদিক ঐক্যজোটের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার দুপুরে জয়পুরহাট শহরের বৈরাগীর মোড়ে ফ্রেন্ডস গার্ডেন রেষ্টুরেন্টএ এক সভায় সর্বসম্মতিক্রমে এটিএন বাংলা, এটিএন নিউজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিককে সভাপতি ও আরটিভির ও সময়ের আলোর জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান রাশেদকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এছাড়া জয়পুরহাটের ৪টি প্রেসক্লাবের আরও প্রায় ৪০ জন সাংবাদিকদের এ কমিটির সদস্য হিসেবে অর্ন্তভূক্ত করা হবে।

ঐক্যজোটের অন্যান্যরা হলেন, সহ-সভাপতি ইন্ডিপেনডেন্ট টিভির ও বিডি নিউজের জেলা প্রতিনিধি মোমেন মুনি, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি শফিউল বারী রাসেল, দৈনিক আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি মতলুব হোসেন, মাইটিভির জেলা প্রতিনিধি বিপুল কুমার সরকার।

যুগ্ন সাধারণ সম্পাদক দেশ টিভি ও দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা, এসএ টিভির জেলা প্রতিনিধি সোহেল আহমেদ লিও ও গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম খান।

সাংগঠনিক সম্পাদক এশিয়ান টিভির গোলাপ হোসেন, সহ-সাগঠনিক সম্পাদক দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি জনি সরকার, প্রচার ও মিডিয়া সম্পাদক মাছরাঙা টিভি ও দৈনিক দেশবাংলার আল মামুন, দপ্তর সম্পাদক দৈনিক পর্যবেক্ষনের আবু রায়হান, সহ-দপ্তর সম্পাদক দৈনিক বাংলাদেশ জার্নাল জেলা প্রতিনিধি ও দৈনিক তুলশীগঙ্গার বার্তা সম্পাদক সাগর কুমার, কোষাধ্যক্ষ দৈনিক স্বাধীন বাংলার রাকিবুল হাসান রাকিব, ক্রীড়া সম্পাদক এশিয়ান টিভির নেওয়াজ মোর্শেদ নোমান, সহ- ক্রীড়া সম্পাদক মোহনা টিভির আব্দুল কাদের সুজন, সমাজকল্যাণ সম্পাদক দৈনিক আমার সময়ের আহসান হাবিব আরমান।

নির্বাহী সদস্য পদে রয়েছেন, দৈনিক জয়পুরহাট খবরের সম্পাদক এসএম সোলায়মান আলী, বাংলাদেশ টেলিভিশনের মিজানুর রহমান মিন্টু,দৈনিক স্বদেশ প্রতিদিনের শেখর মজুমদার, বিজয় টিভির গোলাম মোস্তফা, দৈনিক চাদনী বাজারের ব্যুরো প্রধান সুমন কুমার সাহা, আনন্দ টিভির নাহিদ আখতার, দৈনিক জয়পুরহাট খবর, আওয়ার টাইমের মিনহাজুর রহমান ছোটন।

এছাড়া সদস্যরা হলেন, দৈনিক ভোরের কাগজের কবির হোসেন, বাংলা টিভি ও দ্যা ভয়েজ অব এশিয়ার আয়েশা সিদ্দিকা আশা, দৈনিক বাংলার বাণীর মনিরুজ্জামান, দৈনিক আজকের পত্রিকার আতাউর রহমান, দৈনিক শেয়ার বিজের সেলিম সরোয়ার শিপন, আনন্দ টিভির ফারুক হোসেন, দৈনিক নবচেতনার সুলতান মাহমুদ,দৈনিক প্রতিদিনের সংবাদের মিলন রায়হান, দৈনিক ইনকিলাবের মশিউর রহমান, দৈনিক বাংলাদেশের আলোর সেলিম রেজা, দৈনিক আমাদের কণ্ঠের কাজী মাসুদুর রহমান, আপডেট টিভির মোয়ান্নাফ হোসেন শিমুল, দৈনিক বাংলাদেশ বুলেটিনের আজিজুল হাকিম রনি, দৈনিক লাখো কণ্ঠের ইসমাইল হোসেন,দৈনিক ভোরের আকাশের ইউসুফ প্রধান ও বাংলাদেশ খবরের ফারহানা আক্তার।

জয়পুরহাটের ৪টি প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে এ কমিটি গঠন করা হয়। এ কমিটির মেয়াদ আগামী তিন বছর পর্যন্ত বলবৎ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *