নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গুয়ার হাওড় কেন্দ্রিক পর্যটকবাহী হাউস বোটে টেকেরঘাটের নিলাদ্রীতে আসা কিছু সংখ্যক নেশাগ্রস্থ পর্যটকদের নিকট বিদেশি মদ -বিয়ার বিক্রেতা শাহজাহান মিয়া নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার শাহজাহান সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্তগ্রাম টেকেরঘাটের লাকমা নয়াপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে।
সোমবার রাতে সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেন।
এরপুর্বে, তাহিরপুর থানার টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের একটি টিম সীমান্তের পেশাদার মাদক বিক্রেতা শাহজাহানের লাকমা নয়াপাড়ার বসত বাড়িতে অভিযান চালায়। রঅভিযানে বসতঘওে তার হেফাজতে থাকা বিভিন্ন ব্রান্ডের বিদেশি ৪০ বোতল মদ ও বিয়ার জব্দ করে। এ সময় মাদক ক্রয়-বিকয়ের সাথে জড়িত তারই অফর সহযোগি একই গ্রামের শাহাবুদ্দিনের ছেলে রেজাউল করিম কৌশলে পালিয়ে যায়।
সোমবার শাহজাহানকে গ্রেফতার ও রেজাউলকে পলাতক আসামি দেখিয়ে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ওই দুইজনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছে।
উপজেলার টেকেরঘাট, লাকমা,বড়ছড়া সীমান্ত গ্রামের একাধিক মানুষজন অভিযোগ করেন গ্রেফতার শাহজাহান, তার ছেলে উজ্জল,অপর এক ভাতিজা সহ সীমান্তের প্রায় ১’শ থেকে দেড়’শ পেশাদার মাদক কারবারি গত কয়েক বছর ধরে টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীক টেকেরঘাট নিলাদ্রীতে আসা কিছু সংখ্যাক হাউসবোটের পর্যটকদের নিকট বিভিন্ন ব্রান্ডের বিদেশি মদ, বিয়ার, গাঁজা ইয়াবা,ভারতীয় কসমেটিকস সহ সব ধরণের চোরাচালানী পণ্য সামগ্রী বিক্রয় করে মোবাইল ফোনে আগাম অর্ডার বা অনলাইনে অর্ডার নিয়ে।
তাহিরপুর থানার ওসি দেলেয়ার হোসেন জানান পলাতক মাদক চোরাকারবারিকে গ্রেফতার অভিযা চলমান রয়েছে। ।