বিজয় রায় ঃ ঠাকুরগাওয়ের হরিপুর মেদনী সাগরের মোহাম্মদ আলী পল্লী বিদ্যুতের একজন সেচ গ্রাহক হয়ে হয়রাণীর শিকার হচ্ছেন। কয়েক মাস ধরে সমাধান না পেয়ে তিনি হন্যে হয়ে ঘুরছেন। সমাধান না দিয়ে বিভিন্নভাবে হয়রান করছেন রাণীশংকৈল সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার এহতেসামুল হক।

মোহাম্মদ আলী জানান, একই এলাকার ইয়ার মোহাম্মদের ছেলে সাদেক আলী নিয়ম বহির্ভূতভাবে আমার সেচ পাম্পের কাছে সেচ পাম্প চালু করে। সেচ পাম্পটি প্রথমে ৩৫০ফিট দুরে ছিল। পরবর্তিতে হঠাৎ করে ১৫০ ফিট দুরে সেটি চালু করা হয়। এ বিষয়ে সহকারী জেনারেল ম্যানেজারের কাছে গত ১১ই মার্চ অভিযোগ করি। তার সংযোগ সাময়িক বন্ধ করলেও অল্প কয়েকদিনের মধ্যে আবার অভিযুক্ত সেচ সংযোগটি চালু করা হয়। এজিএম সাহেবকে বার বার বলার পরও সমাধান না দিয়ে তিনি আমাকে ধমক দিয়ে উচ্চ বাচ্য কথা বলেন এমনকি আমাকে মারতে চান।

এব্যাপারে রাণীশংকৈল সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার এহতেসামুল হক অভিযোগের বিষয়টি এড়িয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন