গোলাপ হোসেন,জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।
রোববার সকাল ৯ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গঁবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল সাড়ে ১১টায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা সভা পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর ছিদ্দিক মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জাহিদুল আলম বেনু,জেলা যুগ্ন সাধারণ সম্পাদক মীর রেজাউল করিম,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপির চেয়ারম্যান জিহাদ হোসেন মন্ডল,সাবেক সহ-সভাপতি মহির উদ্দিন মন্ডল,পৌর আওয়ামীলীগের সভাপতি এস,কে আব্দুল হক, পৌর কাউন্সিলর আব্দুল হান্নান রনি, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম চৌধুরী পিন্টু, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মাছুদা আক্তার ঝর্না পৌর স্বোচ্ছাসেবকলীগের সভাপতি আরিফ রাব্বানী ইস্তিসহ অনেকে উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিব নগর দিবস উদযাপন করা হয়।