ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে বঙ্গবন্ধু তন্বয় শেখ রাসেলের জম্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেনের সভাপত্তিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কও ছিদ্দিক মন্ডল, পাঁচবিবি পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদেও সাবেক কমান্ডার কায়সার আহম্মেদ, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব প্রমূখ।