ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) সংবাদদাতাঃ
ভুরুঙ্গামারীর পাইকেরছড়া বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষ্যে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে ২৫ কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য এ,কে,এম মোস্তাফিজুর রহমান মোস্তাক এমপি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন,পরিবেশ উন্নয়ন প্রতিবন্ধী সংস্থার চেয়ারম্যান আলহাজ শামসুর রহমান,উপজেলা জাতীয় পার্টির সেক্রেটারী ওয়াহেদুজ্জামান সরকার ,বীরমুক্তিযোদ্ধা ও সাবেক জেলার আলহাজ গোলাম রব্বানী প্রমুখ। বিদ্যালয়ের সভাপতি আলহাজ শমসের আলী মাষ্টারের সভাপতিত্বে প্রতিবন্ধী ও অটিজম শিশুদের দক্ষ জনশক্তিতে রুপান্তরিত করণে দেশ ও সমাজের ভুমিকা নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ শারমিন জাহান,প্রতিষ্ঠাতা মোঃ জাহিদুল ইসলাম পলাশ,সোনাহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলহাজ বাবুল আক্তার ও সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান মিঠু। প্রতিবন্ধী ও অটিজম শিশুদের সাধারণ শিক্ষার পাশাপাশি প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বিশেষ শিক্ষা প্রদানের লক্ষ্যে ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা মৌজা এলাকার গণ্যমান্য শিক্ষানুরাগী ব্যক্তিদের আর্থিক সহযোগীতায় বিদ্যালয়টি ২০০৭ সালে স্থাপন করে পরিচালিত হয়ে আসছে। বিদ্যালয়ে বর্তমানে ১০ জন শিক্ষক,১০ জন কর্মচারী ও ১১০ জন প্রতিবন্ধী ও অটিজম ছাত্র/ছাত্রী রয়েছে। অনুষ্ঠানে ছাত্র/ছাত্রী,অভিভাবক সহ এলাকার প্রায় ৫ শতাধিক লোক উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হক ও সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্টু।