এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট ভ্যাড়ভ্যাড়ার দিঘীতে গ্রাম বাংলার জনপ্রিয় হাঁস খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ সেপ্টেম্বর) সকালে পাকেরহাট সততা ক্লাবের আয়োজনে হাঁস খেলার উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য শাহাজাহান পাটোয়ারী ও সততা ক্লাবের সদস্যগণ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ বলেন, হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং যুব সমাজকে মাদক ও অপরাধ মুক্ত রাখতে এসব ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খেলার আয়োজন প্রশংসনীয়।