এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনস স্মীথ লর্ড ব্যাডেন পাওয়েল এর ১৬৫তম জন্ম বার্ষিকী উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় বি.পি দিবস-২০২২ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার পাকেরহাটে কাব স্কাউট, স্কাউট ও রোভার স্কাউটের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কাব লিডার নুরল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আংগারপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) গোলাম মোস্তফা আহমেদ শাহ।
এসময় উপস্থিত ছিলেন শাপলা গার্লস স্কুল এন্ড কলেজের ইউনিট লিডার আকতারী খানম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরনবী ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গোলাম রাব্বানী, জিয়া ও স্কাউট পরিবারের সদস্যগণ।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে।