লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটে পার্কে বেড়ানোর প্রলোভন দেখিয়ে ৮ বছরের প্রতিবেশী ভাতিজিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রতন চন্দ্র বর্মন (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে নির্যাতিত শিশুর বাবা কাঞ্চন কুমার রায় বাদি হয়ে লালমনিরহাট সদর থানায় একটি ধর্ষন চেস্টা মামলা দায়ের করলে বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে অভিযুক্তকে শহরের সদর হাসপাতাল এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত রতন চন্দ্র বর্মন জেলা শহরের আদর্শপাড়া এলাকার মনিন্দ্র বর্মন ওরফে ভোলার ছেলে। ৮ বছরের ওই শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী।
অভিযোগ সূত্রে জানা গেছে, শিশুটি সম্পর্কে রতন চন্দ্রের ভাতিজি। সেই সুত্রে শিশুটি তাকে বড় বাবা বলে ডাকে। প্রায়ই তাকে বিভিন্ন খাবার জাতীয় জিনিসের প্রলোভন দেখাত চাচা রতন। সম্প্রতি রতন ভাতিজিকে পার্কে বেড়ানোর কথা বলে বাইসাইকেলে তার চাকুরী স্থল বরেন্দ্র অফিসে নিয়ে কম্পিউটারে শিশুটিকে বিভিন্ন খারাপ ছবি দেখিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। এসময় শিশুটি কান্নাকাটি করতে থাকলে অবস্থা বেগতিক দেখে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে বাড়ির সামনে রেখে আসে।
পরে বিষয়টি শিশুটি তার মা বাবাকে বললে বাবা কাঞ্চন কুমার রায় গত বুধবার রাতে একটি ধর্ষন চেস্টা মামলা দায়ের করেন এবং মামলা দায়েরের ২৪ঘন্টার মধ্যে অভিযুক্ত রতনকে গ্রেফতার করে পুলিশ।
লালমনিরহাট সদর থানার ওসি এরশাদুল আলম বলেন, অভিযোগ পাওয়ার পরে অভিযান চালিয়ে অভিযুক্ত রতনকে গ্রেফতার করা হয়েছে।